গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় সিদ্দিক নামে এক ব্যক্তির গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাসারফ হোসেন জানান, আগুন লাগার পর মুহূর্তেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দেড় ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, আগুনে ঝুট, ঢেউটিনসহ গুদামের বিপুল পরিমাণ মালামাল। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন