বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এবার বড়পর্দায় মুখোমুখি মাহি ও পূজা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ১১:২৪ এএম

আজ (৭ অক্টোবর) প্রক্ষাগৃহে আসছে সম্পূর্ণ নিটোল প্রেমের নতুন দুইটি সিনেমা, মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’ ও ইস্পাহানি আরিফ জাহানের ‘হৃদিতা’। মানিকের সিনেমায় আছেন আদর আজাদ, মাহিয়া মাহি ও শিপন মিত্র। আর ‘হৃদিতা’য় এ বি এম সুমনের সঙ্গে আছেন পূজা চেরি। এ দুই সিনেমা নিয়ে বড়পর্দায় মুখোমুখি অবস্থানে মাহি ও পূজা।

‘যাও পাখি বলো তারে’ সিনেমাটিকে নিজের ক্যারিয়ারের সেরা সিনেমা হিসেবে মন্তব্য করেছেন মাহি। তিনি বলেন, ‘অসাধারণ একটি গল্পের ছবি এটি। সেটাকে পরিচালক এত সুন্দর করে উপস্থাপন করেছেন, প্রেক্ষাগৃহে গিয়ে সেটা টের পাবেন দর্শক। সব মিলিয়েই ছবিটি আমার ক্যারিয়ারের সেরা ছবি হবে বলে মনে হচ্ছে।’

রোমান্টিক ও ত্রিভূক প্রেমের সিনেমা ‘যাও পাঁখি বলো তারে’ । ক্লিউপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমার সম্পাদনায় শহিদুল হক, স্থিরচিত্রে-শাহ সুলতান। ব্যাক গ্রাউন্ড মিউজিক করেছেন ইমন সাহা। সিনেমাটি পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন করা হয়। সিনেমাটিতে আদর আজাদ, মাহিয়া মাহি ও শিপন মিত্র ছাড়াও আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, বড় দা মিঠু, মিলি বাশার, রেবেকা, মাসুম বাশার ও লাবণ্য। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।

সিনেমাটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেছেন, ‘এ সিনেমাটি একটি বিশুদ্ধ প্রেমের সিনেমা। অন্যরকম বন্ধুত্ব ও ভালোবাসার গল্প দেখবেন দর্শক। একজন দর্শকও যদি সিনেমাটি দেখে তাহলে তাদের মন ছুঁয়ে যাবে।’

অন্যদিকে কথাসাহিত্যিক আনিসুল হকে লেখা উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘হৃদিতা’ সিনেমাটি। পূজার বলেন, ‘‘হৃদিতা’ সিনেমাটি সাহিত্যিক আনিসুল হকের উপন্যাস হৃদিতা অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমার গল্প খুবই হৃদয় ছোঁয়া। প্রথমবারের মতো কোনো সাহিত্য-নির্ভর সিনেমায় কাজ করেছি। আমার বিশ্বাস ছবিটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।’

‘হৃদিতা’ ২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা। গত সপ্তাহখানেক আগে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘হৃদিতা’ সিনেমার দুটি গান রিলিজ পায়। সিনেমাটিতে পুজা চেরী ও এবিএম সুমন ছাড়াও আরো অভিনয় করেছেন সাবেরী আলম, মানস বন্ধ্যোপাধ্যায়, আরজুমান্দ আরা বকুল ও আরো অনেকে। পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন