শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ার অংশগ্রহণেই ইউরোপে স্থায়ী শান্তি অর্জন সম্ভব: মার্কেল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ১২:৫৫ পিএম

জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার অংশগ্রহণেই ইউরোপ স্থায়ী শান্তি অর্জন করতে পারে।

২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত জার্মানিতে চ্যান্সেলরের দায়িত্ব পালর করা মার্কেল মিউনিখের একটি পত্রিকার ৭৭ তম বার্ষিকী উপলক্ষে নিবেদিত একটি অনুষ্ঠানে এ বিবৃতি দিয়েছেন।

তিনি বলেন, রাশিয়ার সহায়তায় একটি স্থায়ী শান্তি অর্জিত না হওয়া পর্যন্ত শীতল যুদ্ধ চলবে, ডিপিএ নিউজ সার্ভিস অনুসারে। সাবেক চ্যান্সেলর আরও বলেছিলেন যে, ইউক্রেনের ঘটনাগুলি একটি ‘টার্নিং পয়েন্ট’ এবং সতর্ক করে দিয়েছিলেন যে, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিবৃতিগুলি খুব গুরুত্ব সহকারে নেয়া দরকার।

‘আমাদের সকলকে আমি দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি যে, পুতিনের হুমকিগুলো শুরু থেকেই ব্লাফ হিসাবে শ্রেণীবদ্ধ করার পরিবর্তে গুরুত্ব সহকারে নেয়ার,’ মার্কেল বলেছিলেন। সূত্র: তাস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন