শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাবেক সেনা সদস্য নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ১২:১৩ পিএম

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ফুলদীঘি উত্তরপাড়া এলাকায় হোমিও কলেজের পাশে এ ঘটনা ঘটে।
৪৮ বছর বয়সী নিহত জাকির হোসেন ২০১৪ সালে ল্যান্স করপোরাল হিসেবে সেনাবাহিনী থেকে অবসর নেন। এরপর থেকে তিনি বগুড়ার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের সামনে চায়ের দোকান করতেন। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাঁথিয়াখালী গ্রামে এবং পরিবার নিয়ে থাকতেন বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় ক্যান্টনমেন্ট পাড়ায়।
তার স্ত্রী মমতাজ বেগম জানান, সন্ধ্যায় তার স্বামী শহরের কলোনি এলাকায় যাওয়ার কথা তাকে ফোনে জানান। এরপর রাত ৯টার দিকে খবর পান ছুরিকাঘাতে জাকিরকে খুন করা হয়েছে।
কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজু কামাল জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোমিও কলেজের পাশে দুর্বৃত্তরা একজনকে ছুরিকাঘাত করে পলিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় জানা যায়।
এসআই রাজু বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের হাতে তিনি খুন হয়েছেন। ঘটনার পর থেকে হামলাকারীদের চিহ্নিত করতে চেষ্টা চালানো হচ্ছে। মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন