শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

২৭ মিলিয়ন পাউন্ড টিকটককে জরিমানা করতে পারে ব্রিটেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

শিশুদের প্রাইভেসি সুরক্ষা করতে ব্যর্থ হওয়ায় টিকটককে ২৭ মিলিয়ন পাউন্ড জরিমানা করতে পারে ব্রিটেন। এ নিয়ে একটি তদন্ত চালায় দেশটির তথ্য কমিশনারের কার্যালয় (আইসিও)। এতে দেখা যায়, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি ব্রিটিশ আইন মেনে ১৩ বছরের কম বয়স্ক শিশুদের তথ্য সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছে। তারা পিতা-মাতার অনুমতি ছাড়াই শিশুদের তথ্য প্রসেসিং করেছে। ইউকে টেক-এর এক রিপোর্টে বলা হয়েছে, টিকটককে এখনই কোনো ধরণের আর্থিক জরিমানা করেনি বৃটেন। তারা শুধুমাত্র একটি সতর্কতা হিসাবে একটি নোটিস পাঠিয়েছে টিকটকের কাছে। তাই আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশ না এলে এই দফায় জরিমানা থেকে বেঁচে যাবে চীনা কোম্পানিটি। জানা গেছে, ২০১৮ সালের মে মাস থেকে ২০২০ সালের জুলাই মাসের মধ্যে শিশুদের প্রাইভেসি নিয়ে এই অভিযোগ আসে টিকটকের বিরুদ্ধে। গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন