শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ৯:৪৫ এএম | আপডেট : ১১:৩৮ এএম, ৯ অক্টোবর, ২০২২

বিএসএফ'র গুলিতে আহত বাংলাদেশি যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । আজ রোববার (৯ অক্টোবর) সকালে খুলনায় নিয়ে যাওয়ার পথে ডুমুরিয়া এলাকায় এম্বুলেন্সে তিনি মারা যান।
নিহত যুবকের নাম হাসানুজ্জামান (২৭)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার উত্তর কুশখালি গ্রামের আদর আলীর শেখের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির একজন কর্মকর্তা সীমান্ত সূত্রের বরাত দিয়ে জানান,হাসানুজ্জামান মাদক চোরাকারবারি। ভোর পাঁচটার দিকে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ১৫৩ বিএসএফ'র দুবলিয়া ক্যাম্পের টহলদল কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে সে বুকে গুলিবিদ্ধ হয়। আহত হাসানুজ্জামানকে তার সহযোগীরা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
ওই কর্মকর্তা আরো জানান,বিষয়টি সম্পর্কে আরো খোঁজখবর নেওয়া হচ্ছে।
এদিকে,নিহতের শ্বশুর সাইফুল ইসলাম জানান,সদর হাসপাতালে ভোরে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনায় নিয়ে যাওয়া হচ্ছিলো। পথে এম্বুলেন্সেই জামাই হাসানুজ্জামান মারা যায়।
সদর থানার এস আই সেকেন্দার জানান, এঘটনায় মামলা হয়েছে। লাশ পোস্টমর্টেম করার প্রস্তুতি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
MD. KHYRUZZAMAN ৯ অক্টোবর, ২০২২, ১১:৫০ এএম says : 0
Bondhur dewa ekta upohar
Total Reply(0)
MD. KHYRUZZAMAN ৯ অক্টোবর, ২০২২, ১১:৫১ এএম says : 0
Bondhur dewa upohar
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন