ইরানের কেন্দ্রীয় ইয়াজদ প্রদেশে ধর্মীয় পর্যটন বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা সিএইচটিএন সোমবার এই খবর জানিয়েছে।
খবরে জলা হয়, পর্যটন ও আধ্যাত্মিকতার উপর আন্তর্জাতিক সম্মেলনের এবারের চতুর্থ আসর নভেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে। ইভেন্টটি আয়োজনের লক্ষ্য ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে ইয়াজদের সম্ভাবনা তুলে ধরা।
ইরানে শতাধিক মাজার, ইমামজাদেহ, সমাধি, গীর্জা রয়েছে। এমনকি অন্যান্য ধর্মীয় গন্তব্যগুলির মধ্যে রয়েছে অগ্নি মন্দির যা বিভিন্ন বিশ্বাসের জন্য উৎসর্গীকৃত।
ইরানে আন্তর্জাতিক পর্যটকদের জন্য শীর্ষ গন্তব্যগুলির মধ্যে রয়েছে মাশহাদ, কোম, শিরাজ এবং রাজধানী তেহরানের ধর্মীয় শহর।
এই শহরগুলি যথাক্রমে শিয়া মুসলমানদের অষ্টম ইমাম ইমাম রেজার পবিত্র মাজারগুলির আবাসস্থল। এখানে রয়েছে ইমাম রেজার বোন হযরত মাসুমেহ (সা.), ভাই আহমদ ও মোহাম্মদের মাজার। পাশাপাশি রয়েছে ইসলামী বিপ্লবের প্রয়াত প্রতিষ্ঠাতা ইমাম রুহুল্লাহ খোমেনির সমাধি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন