শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঋণের চাপে বিষপানে আতœহনন করলেন জায়লংয়ের এক কৃষক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২২, ৬:৫২ পিএম

ঋণের চাপ সহ্য করতে না পেরে বিষপানে এক কৃষক আত্মহনন করেছেন সিলেটে। বৃদ্ধ কৃষক উকিল আলী সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের কাপাউড়া গ্রামের মৃত আসদ আলীর পূত্র। পরিবারের দাবি- ঋণের চাপ সইতে না পেরে আত্মহননে পথ বেছে নিয়েছেন তিনি।

সূত্র মতে, আজ সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর- কাপাউরা রাস্তার উপর অচেতন অবস্থায় উকিল আলীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই মহন রায় ঘটনাস্থল পরিদর্শ শেষে নিহতের মৃতদেহ উদ্ধার করে। নিহত উকিল আলীর ছেলে ইকবাল আহমেদ জানান- তার বাবা অভাব অনটনের কারণে এলাকার বেশ কিছু লোকের কাছ থেকে বিভিন্ন সময় টাকা ঋণ করেছেন। পাওনাদারেরা টাকার চাপ দিলে সে সোমবার সকালে বাজার হতে বিষ কিনে পথিমধ্যেই পান করেন এবং বাড়ি যাওয়ার পথে রাস্তার উপর পড়ে থাকেন। আমার খবর পেয়ে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন আমার বাবাকে। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম নজরুল বলেন- ঘটনাস্থলে পুলিশ পৌছে উদ্ধার করেছে লাশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন