শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে ফের গণভোটের ইঙ্গিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে ফের গণভোটের ইঙ্গিত দিয়েছেন অঞ্চলটির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন। রবিবার তিনি বলেছেন, আগামী বছরের অক্টোবরে অঞ্চলটির স্বাধীনতা নিয়ে দ্বিতীয় দফায় গণভোট হতে পারে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং তার সরকারের অনুমোদন ছাড়াই স্কটল্যান্ডের স্বাধীনতা ইস্যুতে গণভোটের অনুমতি সংক্রান্ত একটি শুনানি যুক্তরাজ্যের শীর্ষ আদালতে শুরু হয়েছে। এর আগে যুক্তরাজ্য থেকে বের হয়ে স্বাধীনতা ঘোষণা করার পক্ষে বিপক্ষে গণভোট হয়েছিল ২০১৪ সালে। ৫৫-৪৫ শতাংশ ভোটে তখন যুক্তরাজ্যের অখণ্ডতার পক্ষ নিয়েছিল স্কটল্যান্ডের জনগণ। তবে স্কটিশ ন্যাশনাল পার্টির যুক্তি দেয়, ওই গণভোটের দুই বছরের মাথায় যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে। এটি স্কটল্যান্ডের মানুষের জন্য একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। ২০১৬ সালে অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগণ ব্রেক্সিটের পক্ষে ভোট দিলেও, স্কটল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ ভোটার ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দিয়েছিল। নিকোলা স্টারজিওনের যুক্তি, গত বছর স্কটিশ পার্লামেন্টের নির্বাচনে ভোটাররা অঞ্চলটির স্বাধীনতার পক্ষের দলগুলোর প্রতি তাদের সমর্থনের জানান দিয়েছে। অর্থাৎ তারা এখন স্বাধীনতা চাইছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকোলা স্টারজিওন বলেন, ‘আসুন অপেক্ষা করি। দেখি আদালত কি বলে। স্কটল্যান্ড স্বাধীন হতে চলেছে। এ ব্যাপারে আমার আত্মবিশ্বাস রয়েছে।’ বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন