শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গরুর ওপর নতুন কর প্রস্তাব নিউজিল্যান্ডে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

আবহাওয়া পরিবর্তন মোকাবেলার অংশ হিসেবে খামারের প্রাণীর পাকস্থলি ও প্রস্রাব থেকে তৈরি গ্রিনহাউস গ্যাসের ওপর নতুন ধরনের কর প্রস্তাব করেছে নিউজিল্যান্ড সরকার। আজ মঙ্গলবারের এই প্রস্তাবেক্ষুব্ধ হয়েছে স্থানীয় কৃষকরা। সরকার বলছে, এই ধরনের কর বিশ্বে প্রথম তারা চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে আবহাওয়া-বান্ধব পণ্যের খরচ পুষিয়ে নেয়া হবে। কিন্তু দ্রæত এই পরিকল্পনার বিরোধিতা করেছে গবাদিপশু সম্পর্কিত সংগঠনগুলো। তাদের মতে, এ পরিকল্পনা নিউজিল্যান্ডের ছোট শহরগুলোর অর্থনীতি ভেঙে ফেলবে। ফেডারেটেড ফার্মার্সের প্রেসিডেন্ট অ্যান্ড্রু হগার্ড বলেছেন, খাদ্য উৎপাদন না কমিয়ে কীভাবে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করা যায়, এ নিয়ে কৃষকরা দুই বছর ধরে সরকারের সঙ্গে কাজ করছে। নিউজিল্যান্ডের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে খামারশিল্প। শিশু খাদ্যসহ ডেইরি পণ্যের জন্য বিশ্বের অন্যতম উৎস এ দেশ। ৫০ লাখ জনসংখ্যার দেশে নিউজিল্যান্ডের খামারে ১ কোটি গরু ও অন্যান্য গবাদি পশু রয়েছে। এ ছাড়া ভেড়ার সংখ্যা ২ কোটি ৬০ লাখের বেশি। এপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন