প্রশ্নের বিবরণ : রত্ন পাথর যদি উপকার না করে বা উপকার না হয় তহলে মক্কায় হজ্জ করার সময় মানুষ কেন পাথরে চুমু দেয়?
উত্তর : উপকার হয় না বলেই দেয়। কারণ, এই পাথরটি পৃথিবীর নয়। এটি তথাকথিত রত্ন পাথরও নয়। পৃথিবীর কোনো পাথর বা রত্ন পাথরে কোনো আধ্যাত্মিক উপকার হয় না, এটি ঘোষণা দেওয়ার জন্যই আল্লাহ তায়ালা পৃথিবীর বাইরের এই পাথরটিকে সম্মান দিয়েছেন। এটি জান্নাত থেকে আগত একটি পাথর, যা হযরত আদম (আ.) ও হযরত হাওয়া (আ.) এর স্মৃতির সাথে প্রেরিত। হজ্জের সময় এই পাথরে চুমু দেওয়া বা হাত কিংবা লাঠি উঁচিয়ে ইশারায় চুমু দেওয়া সুন্নাত। এখানে পাথরের কোনো গুণ নেই। এখানে গুণ হচ্ছে, রাসূলের সুন্নাতের। যে জন্য হযরত ওমর (রা.) হজ্জের সময় বলেছিলেন, আমি যদি আমার নবী (সা.) কে এই তোকে চুমু দিতে না দেখতাম, তাহলে হে হাজরে আসওয়াদ, তোকে আমি চুমু দিতাম না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন