শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ায় সেনা বাসে ভয়াবহ বোমা হামলায় নিহত ১৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে গত বৃহস্পতিবার সামরিক বাহিনীর সদস্য বহনকারী একটি বাসে বোমা হামলায় অন্তত ১৮ সেনা নিহত হয়েছেন। দামেস্কের পাশের একটি গ্রামে ঘটা এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ সেনা সদস্য। বিস্ফোরণে বাসটি পুরোপুরি পুড়ে যায়। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সির (সানা) বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা ও মিডলইস্টমনিটর। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দিকে যাওয়ার মহাসড়কে দামেস্কের আল-সাবোরা এলাকায় বিস্ফোরণটি ঘটে। ধারণা করা হচ্ছে বাসটিতে আগে থেকেই বিস্ফোরক লাগানো ছিল। পরে দূর নিয়ন্ত্রিত ডিভাইস দিয়ে তাতে বিস্ফোরণ ঘটানো হয়। আর তাতেই হতাহতের এ ঘটনা ঘটে। তবে কোন গোষ্ঠী এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি বা প্রকাশ করা হয়নি, কেউ দায় স্বীকার করেনি। সিরিয়ার বাশার আল-আসাদের সরকারও এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত কয়েক বছর ধরে দায়েশ এ ধরনের হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে। গত জুন মাসে উত্তরাঞ্চলীয় প্রদেশ রাক্কায় একটি বাসে হামলায় ১৩ জন সিরীয় সৈন্য নিহত হয়েছিল। ওই ঘটনায় দায়েশ তাদের দায় স্বীকার করেছিল। এর আগে মে মাসে, উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি সামরিক বাসে রকেট হামলায় ১০ সেনা নিহত এবং আরও ৯ জন আহত হয়। সিরিয়ায় ১১ বছর ধরে গৃহযুদ্ধ চলছে। পরে এতে বিদেশি বাহিনীও যুক্ত হয়েছে। এ গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনারা এবং মিত্র যোদ্ধারা বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। তবে বিশ্লেষকরা বিরোধী যোদ্ধাদের পুনরুত্থানের আশঙ্কা করছেন। এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ লোক নিহত হয়েছে এবং লাখ লাখ বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। সানা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন