বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেনে বড় হামলার আর প্রয়োজন নেই : পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ১১:৪১ এএম

ইউক্রেনের ওপর আর বড় ধরনের হামলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে সবচেয়ে বেশি গোলাবর্ষণের কয়েকদিন পর তিনি এ মন্তব্য করলেন।

গতকাল শুক্রবার মধ্য এশিয়ার কাজাখাস্তানে আঞ্চলিক নেতাদের সঙ্গে সম্মেলনের পর সাংবাদিকদের পুতিন বলেন, ‘বড় হামলার আর প্রয়োজন নেই। আমাদের এখন অন্য কাজ আছে।
পুতিন আরো বলেন, রুশ সামরিক বাহিনী কর্তৃক ইউক্রেনের ২৯ নির্ধারিত লক্ষ্যবস্তুর মধ্যে ২২টি ধ্বংস হয়েছে। ইউক্রেনকে ধ্বংস করা তাঁর লক্ষ্য নয় বলেও জানান তিনি।
রুশ প্রেসিডেন্ট বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে তিন লাখ রিজার্ভ সেনা একত্রিত করা হবে।
গত সোমবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রাশিয়া ও ক্রিমিয়াকে যুক্ত করা গুরুত্বপূর্ণ সেতুতে বিস্ফোরণ ঘটানোর জবাবে এমন হামলা হয়েছে বলে জানান পুতিন। ইউক্রেন ওই ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করলেও হামলার দায় স্বীকার করেনি।
রুশ বাহিনীর স্থবিরতার মধ্যে ইউক্রেনীয় সেনারা অগ্রাভিযানের প্রেক্ষাপটে যুদ্ধ নিয়ে পুতিনের এ বক্তব্য এলো। সূত্র: বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন