রাজবাড়ীর পদ্মায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৩ জেলেকে কারাদন্ড ও ১৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
শনিবার (১৫ অক্টোবর) ভোর থেকে সকাল ১১ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ ও জেলা পুলিশের সদস্যরা।
রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজি বলেন, মা ইলিশ রক্ষা সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও অভিযান চলমান আছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালালে জেলেরা নদীতে জাল ফেলে পালিয়ে যায়। এ সময় চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।পরে আগুনে পুরিয়ে কারেন্ট জাল ধ্বংস করা হয়। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। অভিযানে জেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আলী আসলাম ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, গোয়ালন্দে শুক্রবার রাতে উপজেলার নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন মোবাইল কোর্টে পাবনা জেলার বেড়া উপজেলার নাড়াদা এলাকার গোলাম ইব্রাহিম মন্ডলের ছেলে মোঃ ঠান্টু মন্ডল (৩২), মোঃ শামীম মন্ডল (১৯), তোফাজ্জল মন্ডলের ছেলে মিরাজুল (২০) নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ করার দায়ে তিন জনকে ১৫ দিন করে কারাদ- প্রদান করে। এসময় ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট ও মাছধরা ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়েছে। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাহরিয়ার জামান সাবু, সম্প্রসারণ অফিসার অমল কুমার, ক্ষেত্র সহকারী জাহাঙ্গীর আলম, দৌলতদিয়া নৌফাড়ির এস আই শাজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন