পনের বছরের বৈরিতার অবসান ঘটিয়ে এক বছরের মধ্যে নির্বাচন আয়োজনে সমঝোতায় পৌঁছেছে ফিলিস্তিনের দুই প্রভাবশালী গোষ্ঠী ফাতাহ ও হামাস। আলজেরিয়ার মধ্যস্থতায় কয়েক মাসের আলোচনা শেষে বৃহস্পতিবার আলজিয়ার্সে তারা এ নিয়ে এক চুক্তিতে স্বাক্ষরও করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্ট ও ইসলামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটানোর উদ্দেশ্যে এই চুক্তিটি হয়েছে। দুই পক্ষের এই দ্বন্দ্ব গাজা ভূখণ্ড ও পশ্চিম তীরের শাসনব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলছে এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র পাওয়ার আকাক্সক্ষায় বাগড়া দিচ্ছে। চুক্তি হলেও শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। নির্বাচন আয়োজনে রাজি হলেও ঐক্যের সরকার গঠন নিয়ে দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন