শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজবাড়ীতে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত আরুজ নির্বাচিত

জেলা পরিষদ নির্বাচন

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ৪:৪০ পিএম

সোমবার রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ) ৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী দীপক কুমার কুন্ডু ( মোটরসাইকেল) ১৯৮ ভোট ও কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটোর ভাই ইমামুজ্জামান চৌধুরী (আনারস) ২৮ ভোট পান। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসনের ২ নং সদস্য পদে কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান নবাবের বোন সফুরা খাতুন বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। রাজবাড়ী জেলা সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসনের ১ নং সদস্য পদে সাবেক সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এস এম নওয়াব আলীর সহধর্মীনি মিসেস সাহানা বেগম (বই) ৮৬, রাজবাড়ী সদর উপজেলা নিয়ে গঠিত ১ নং সাধারণ সদস্য পদে মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আজম আলী মন্ডল (অটোরিক্সা) ৯৫ ভোট, গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত ২ নং সাধারণ সদস্য পদে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা (তালা) ২৪ ভোট, পাংশা উপজেলা নিয়ে গঠিত ৩ নং সাধারণ সদস্য পদে আওয়ামী লীগ নেতা গোবিন্দ কুমার কুন্ডু (উটপাখি) ৯৯ ভোট, বালিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত ৪ নং সাধারণ সদস্য পদে নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল বারিক বিশ্বাস (অটোরিক্সা) ৩৬ ভোট, কালুখালী উপজেলা নিয়ে গঠিত ৫ নং সাধারণ সদস্য পদে মাঝবাড়ী ইউপির সাবেক সদস্য মোঃ ইউসুফ হোসেন (তালা) ৪৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন