খুলনায় সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০ থেকে ১০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাসের সিলিন্ডার। খুচরা বিক্রেতারা এ জন্য দূষছেন ডিলারদের। ডিলাররা দূষছেন কোম্পানীগুলো। মাঝখান থেকে সাধারণ মানুষ পড়েছেন চরম দূরবস্থায়। এ অবস্থায় অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম সকাল সাড়ে ১০ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত নগরীর শিরোমনি বাজারে অভিযান চালান। শিরোমনি বাজারে সরকার নির্ধারিত ১২০০ টাকার স্থলে অধিক দামে সিলিন্ডার বিক্রির অভিযোগে পরিবেশক মেসার্স মুক্তি এন্টারপ্রাইজকে প্রশাসনিক ব্যবস্থায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার আহবান জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন