গ্রিস ও তুরস্কের সীমান্তে প্রায় ১০০ জন নগ্ন পুরুষের সন্ধান পেয়ে তারা গভীরভাবে ব্যথিত হয়েছে জাতিসংঘ। ৯২ জন অভিবাসন প্রত্যাশীকে নগ্ন অবস্থায় সীমান্ত থেকে উদ্ধারের ঘটনায় দেশ দুটি একে অপরকে দোষারোপ করছে। তুরস্কের ওপর দোষ চাপিয়েছে গ্রিস। তারা বলেছে- দেশটির এ ধরনের আচরণ সভ্যতার জন্য লজ্জার। অন্যদিকে ঘটনাটিকে ভুয়া আখ্যায়িত করেছে তুরস্ক। উভয় দেশ একে অপরকে দোষারোপ করার জেরে জাতিসংঘের শরণার্থী সংস্থা একটি তদন্তের আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে এটাও
বলেছে যে, ঘটনার ব্যাপারে জেনে এবং ছবিগুলো দেখে তারা বিস্মিত হয়েছে; সেইসঙ্গে গভীরভাবে
ব্যথিতও। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন