শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জন্মহার বাড়াতে চীন নতুন নীতি করবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

জন্মহার বাড়ানোর জন্য নতুন নীতি প্রণয়ন করতে যাচ্ছে চীন। রোববার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘোষণা দিয়েছেন। শি জানিয়েছেন, নীতিনির্ধারকরা চিন্তিত যে চীনের জনসংখ্যার আসন্ন হ্রাস বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি বলেছেন, ‘আমরা জন্মহার বাড়ানোর জন্য একটি নীতি তৈরি করব এবং বয়স্ক জনগোষ্ঠীর জন্য সক্রিয় জাতীয় কৌশল অনুসরণ করব।’ চীনের বর্তমান জনসংখ্যা ১৪০ কোটি। তবে দেশটিতে চলতি বছর জন্মহার একেবারেই কমে যাবে, যা এ যাবৎকালের সর্বনিম্ন রেকর্ড হতে পারে। দেশটির জনসংখ্যাবিদরা জানিয়েছেন, গত বছর চীনে এক কোটি ৬০ লাখ শিশুর জন্ম হয়েছিল। তবে চলতি বছর তা কমে এক কোটির নিচে নেমে আসবে। ইতোমধ্যে জন্মহার ২০২০ সালের তুলনায় ১১ দশমিক ৫ শতাংশ কমে গেছে। ১৯৮০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এক সন্তান নীতি কার্যকর ছিল চীনে। দেশটিতে জন্মহার কমে যাওয়া এবং বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাওয়ায় আগের অবস্থান থেকে সরে আসে দেশটি। বর্তমানে দেশটিতে তিন সন্তান নীতি কার্যকর থাকলেও অর্থনৈতিক কারণে দেশটির দম্পতিদের মধ্যে সন্তান গ্রহণের আকাঙ্খা হ্রাস পেয়েছে। সিনহুয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন