শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মাচান ভেঙে দুই শ্রমিকের মৃত্যু আহত ২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

রাজধানীর আদাবর মনসুরাবাদ এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। গত রোববার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রেদোয়ান (২৪) ও আজিম (২৫)। রেদোয়ান ময়মনসিংহ জেলার সদর উপজেলার বাসিন্দা ও আজিম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। দু’জনই ওই ভবনেই থাকতেন। আদাবর থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, আদাবর মনসুরাবাদ বাবুর্চি বাড়ি এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির ষষ্ঠ তলায় চারজন শ্রমিক বাইরের দিকে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন। কাজের এক ফাঁকে হঠাৎ তারা মাচান ভেঙ্গে নিচে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রেদওয়ান ও আজিমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহতদের লাশহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগ থেকে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত অপর দু’শ্রমিক রিয়াজ ও রুবেলকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও ভালো না। তাদের শরীরে বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার দেখা দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন