বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনালি আসর

কৌতুকের ঝাঁপি

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বুদ্ধিজীবী
১ম বন্ধু : দোস্ত! বলতে পারবি, বুদ্ধিজীবী আর বৃষ্টির মধ্যে কী পার্থক্য?
২য় বন্ধু : কোনো পার্থক্য নেই। দুইটাই সমান। বাতাস যেদিকে যায় তারাও সেদিকে যায়।

মোগো বাড়ি?
জনৈক ব্যক্তি : ভাই আপনাদের বাড়ি কোথায়?
বরিশাইল্যা : কার বাড়ি, মোগো?
জনৈক ব্যক্তি : হইছে ভাই, আর বলা লাগবো না।
বধির
১ম ব্যক্তি : ভাই আপনি নাকি কানে কম শোনেন?
২য় ব্যক্তি : আন্দাজি কতা কইয়েন না। আমি কাঁতা গায়ে দিয়ে শুই না।
১ম ব্যক্তি : (মনে মনে) হালায় দেখি পুরাই বয়রা!

কম দেখি না
ফরহাদ : কিরে তুহিন! তুই নাকি সবসময় চোখে কম দেখিস?
তুহিন : সবসময় কম দেখি না। শুধু যখন কোনো দিকে তাকাই তখন কম দেখি।

গ্রন্থনা : আমাতুল্লাহ তামান্না
নোয়াখালী সরকারি কলেজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
১৯ ডিসেম্বর, ২০১৬, ৮:৪৯ এএম says : 0
খুব সুন্ধর
Total Reply(0)
md. Nurullah ১৯ ডিসেম্বর, ২০১৬, ৮:৪৩ পিএম says : 0
লেখা গুলো ছোট পড়া যায় না। বড় করা দরকার। ধন্যবাদ।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন