রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শেখ রাসেলের নির্মম হত্যাকান্ড জাতির জন্য একটি কলঙ্ক : জয়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ৯:২৩ পিএম

ইতিহাসের অন্ধকারতম অধ্যায়, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের নির্মম হত্যাকান্ডের স্মৃতিচারণ করতে গিয়ে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, ১০ বছর বয়সী শেখ রাসেল হত্যা একটি কলঙ্ক, যা জাতি এখনো কাটিয়ে উঠতে পারেনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা জয় তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক ফেসবুক পোস্টে এ কথা বলেন।

জয় বলেন, সেই কালরাতে রাতে রাসেল ঘাতকদের কাছে ‘দয়া করে আমাকে আমার মায়ের কাছে নিয়ে যান’ বলে কেঁদেছিল। অথচ রাসেলের সেই আকুতি ঢাকা পড়ে গেলো নরপিশাচের অট্টহাসি আর ব্রাশফায়ারের শব্দে। মাথার খুলি উড়ে গেলো, চিরতরে কণ্ঠ থেমে গেলো শিশু রাসেলের। প্রকৃতিও যেন কেঁপে উঠেছিল সেই রাতের বর্বরতায়।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর, তার পাখির মতো অবুঝ শিশুটির শরীরেও অজস্র বুলেট গেঁথে দিলো দেশদ্রোহী ঘাতকচক্র।

তিনি বলেন, পৃথিবীর আর একটি শিশুরও যেনো এমন নির্মম মৃত্যু না হয়। নিরাপদে বেড়ে উঠুক দেশের প্রতিটি শিশু। রাসেলের রক্তস্নাত স্মৃতির বেদীতে গড়ে উঠুক একটি মানবিক বিশ্ব।
শিশুদের প্রতি সহিংসতা রোধে প্রতিবছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালন করছে বাংলাদেশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন