শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইরানের ড্রোন বিশেষজ্ঞরা ক্রিমিয়ায়, অভিযোগ যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে বারবারই আসছে ইরানের ড্রোনের কথা। এবার যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়ার অধিকৃত ইউক্রেনের ক্রিমিয়ায় ইরানের সামরিক বিশেষজ্ঞরা অবস্থান করছেন। তারা ইউক্রেনে রুশ ড্রোন হামলায় সহায়তা করছেন বলেও অভিযোগ হোয়াইট হাউজের। যুক্তরাষ্ট্রের এক মুখপাত্র বলেছেন, ইরানের সামরিক বাহিনীর যে সদস্যরা ক্রিমিয়ায় আছেন, তারা প্রশিক্ষক ও প্রযুক্তি সহায়ক। তবে ইরানের তৈরি ড্রোনগুলো চালাচ্ছেন রুশ বাহিনীর সদস্যরা। ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার ‘কামিকাজে’ ড্রোন হামলা চালানো হয়। এসব ড্রোন ইরানের কাছ থেকে পেয়েছে রাশিয়া, এমন দাবি করে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। এ অভিযোগে, যুক্তরাজ্য ইরানের ব্যবসা ও ড্রোন সরবরাহের জন্য দায়ী ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্রের বক্তব্য হলো, ক্রিমিয়ায় ইরানের সামরিক বাহিনীর সদস্যরা আছেন। তারা ইউক্রেনের বিরুদ্ধে অভিযানে রাশিয়াকে সহায়তা করছেন। তারা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন এসব ড্রোন চালাতে। তিনি অভিযোগ করে বলেন, তেহরান এখন প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেনের বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ক্ষতি করছে তারা। তিনি আরও বলেন, ‘ইরানের ইউক্রেনের জনগণের বিরুদ্ধে এই অস্ত্রশস্ত্রের ব্যবস্থা করার ব্যাপারে প্রতিরোধ এবং মোকাবিলা করতে মার্কিন যুক্তরাষ্ট্র সব উপায় অবলম্বন করবে। সূত্র: বিবিসি, আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন