শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ব্যাননকে ৪ মাসের কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ৯:০৮ এএম

কংগ্রেস অবমাননায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যাননকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এর পাশাপাশি ব্যাননকে ৬ হাজার ৫শ’ ডলার জরিমানাও করা হয়। স্থানীয় সময় শুক্রবার (২১ অক্টোবর) এ রায় দেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালত। খবর বিবিসির।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় তদন্তকারী কমিটির সামনে হাজির হতে নির্দেশ দেয়া হয় ব্যাননকে। কিন্তু, অমান্য করে তিনি হাজিরা দেননি। পরবর্তীতে এ নিয়ে আদালতও নির্দেশনা জারি করে। সেটিও উপেক্ষা করেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী।
বিচারকরা জানান, ব্যানন ইচ্ছাকৃতভাবেই সময়সীমা উপেক্ষা করেছেন যা আদালত এবং কংগ্রেসের অবমাননার সামিল। ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের প্রধান ছিলেন ব্যানন। ২০১৭ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউজের প্রধান কৌশলবিদের দায়িত্ব পেয়েছিলেন তিনি। সূত্র : বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন