শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাষ্ট্রদ্রোহের অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক গ্রেফতার

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের পুলিশ রাষ্ট্রদ্রোহ ও অন্যান্য অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক প্রভাষক এস এ আর গিলানীকে গ্রেফতার করেছে। নয়াদিল্লির ডিসিপি যতীন নারওয়াল জানান, এদিন ভোর তিনটার দিকে গিলানীকে আইপিসির ১২৪ এ (রাষ্ট্রদ্রোহ), ১২০ (অপরাধমূলক ষড়যন্ত্র) ও ১৪৯ (বেআইনি সমাবেশ) সংক্রান্ত ধারায় পার্লামেন্ট সড়কস্থ পুলিশ স্টেশনে গ্রেফতার করা হয়। গিলানীকে সোমবার রাতে থানায় তলব করে আটক এবং বেশ কয়েক ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে শারীরিক পরীক্ষার জন্য আরএমএল হাসপাতালে নেয়া হয়। গিলানীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারত-বিরোধী শ্লোগান দেয়া হয়েছিল এমন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন