শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চার দোকানকে জরিমানা নাটোরে

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

চিনির দাম বেশি রাখাসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নাটোরের ৪ দোকানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত বাজার তদারকি অভিযানে এই জরিমানা করা হয়। পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় কৃষ্ণ স্টোরকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা অর্থাৎ আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা, স্বপন স্টোরকে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে চিনি বিক্রি করার অপরাধে ১ হাজার টাকা, ভাই ভাই ডিমের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা এবং আদর্শ মিষ্টান্ন ভান্ডরকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করায় ৫ হাজার টাকাসহ সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে গত রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাটোর শহরের নিচে বাজার এলাকার চারটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে যথাযথ নিয়ম অনুসরন না করায় তাদের ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন