শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গোবিন্দগঞ্জ শহরে একই দিনে সাংবাদিকের বাসা সহ তিন বাসায় চুরি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ৬:২৫ পিএম

দিনে দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে প্রায় একই সময় তিনটি বাসায় চুরি সংঘটিত হয়েছে। বুধবার দুপুরের কোন এক সময় এই চুরি সংঘটিত হয়। এসময় সিনিয়র সাংবাদিক অজয় চাকীর বাসা থেকে বিশ হাজার টাকা সহ মূল্যাবন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। একই সময় পাশ্ববর্তী আরও দুটি বাসাতেও চুরি সংঘটিত হয়।

জানা গেছে, সিনিয়র সাংবাদিক অজয় চাকী গোবিন্দগঞ্জ পৌর শহরের চাষক পাড়া মহল্লায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন। বুধবার সকালে জরুরি কাজে বাহিরে যান তিনি। দুপুরে বাসায় ফিরে এসে দেখেন তার ঘরের জানালা ভাঙ্গা। ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো। পরে তিনি দেখেন ঘরের ভিতরে থাকা ডয়ার থেকে এসময় চোর বিশ হাজার টাকা এবং মূল্যবান আবসারপত্র নিয়ে গেছে।

সাংবাদিক অজয় চাকী জানান, একই সময় পাশ্ববর্তী আরও দুটি বাসায় চুরি সংঘটিত হয়েছে। তিনি এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক অনিমেষ চন্দ্র সরকার অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন