বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

কাস্টমসের সমস্যা নিরসনে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট-বিজিএপিএমইএ বৈঠক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ৬:৩৯ পিএম

বাংলদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সদস্য প্রতিষ্ঠানসমূহ নানাবিধ সমস্যা সেগুনবাগিচাস্থ বন্ড কমিশনারেট এর সভাকক্ষে একটি সভায় তুলে ধরেন। আজ বুধবার বিজিএপিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বেলালের নেতৃত্বে কাস্টমস সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি একেএম মোস্তফা সেলিম, জহির উদ্দিন আলমগীর, পরিচালক মো. আব্দুন নূর, জে.আর.এক্সেসরিজ ইন্ডাষ্ট্রিজের পার্টনার মো. জাহিদুল হক ঢাকা দক্ষিণের কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হকের সঙ্গে সাক্ষাত করেন।

বিজিএপিএমইএ’র দাবিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে বিজিএপিএমইএ এর সদস্য প্রতিষ্ঠানসমূহ স্টার্চের এইচ.এস.কোড জনিত বিভ্রান্তির কারনে কাঁচামাল হিসেবে আমদানিকৃত স্টার্চ খালাসের জটিলতা নিরসন, রফতানির মাস্টার এল/সি এর মেয়াদউত্তীর্ণ হওয়ার ৪৮ ঘন্টা পূর্বে দাখিলকৃত আবেদনের ভিত্তিতে ইউপি প্রদান, বন্ডেড প্রতিষ্ঠান অডিটের সময় সারা বছরের সকল ইউপি দাখিলের শর্ত প্রত্যাহার, ইপিজেডের অভ্যন্তরস্থ এবং ইপিজেডের বাহিরে অবস্থিত এক্সেসরিজ ও প্যাকেজিং বন্ডেড প্রতিষ্ঠানের আমদানি প্রাপ্যতাসহ সকল কাস্টমস সংক্রান্ত বিষয়ে একই বিধানের প্রচলন, বন্ডেড প্রতিষ্ঠান হতে নন-বন্ডেড হিমায়িত মৎস রফতানিকারী প্রতিষ্ঠানের নিকট সরবরাহের বিপরীতে ইউপি প্রাপ্তির ন্যায় অন্যান্য সকল নন-বন্ডেড রফতানিকারী প্রতিষ্ঠানের বরাবরে সরবরাহের বিপরীতে ইউপি প্রাপ্তি, জুতা রফতানিকারী প্রতিষ্ঠানের নিকট হতে ইউপি প্রাপ্তি ও দাখিলের শর্তে সু-বক্স রফতানিকারী প্রতিষ্ঠানের ইউপি প্রদানসহ অন্যান্য আরো কয়েকটি বিষয় তুলে ধরেছেন তারা।

এসময় সিদ্ধান্ত প্রাপ্তির লক্ষ্যে একটি চিঠি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর দেয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন