সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার ইরানে বন্দুক হামলায় নিহত ১৫

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ৯:৩১ এএম

ইরানের মধ‌্যাঞ্চলে একটি মাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার (২৬ অক্টোবর) সন্ধ‌্যায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ‌্যে একজন নারী ও দুই শিশু রয়েছে।

গতকাল সন্ধ‌্যা পৌনে ৬টার দিকে শাহ চেরাগ মাজারে তিন জন হামলা চালায়। এসময় দুই হামলাকারীকে আটক করা হয়। তবে পালিয়ে যায় একজন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা নামাজের জন‌্য প্রস্তুত হচ্ছিলাম। ঠিক ওই সময় গুলির শব্দ শুনতে পেলাম। আমি অন‌্য পথ দিয়ে পালিয়ে এলাম। কিন্তু একটু পর বুঝতে পারলাম আমার শরীর দিয়ে রক্ত ঝরছে।

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, সড়কের দিক থেকে গুলি করা হয়। হামলাকারীরা যাকে পাচ্ছিলো তাকেই গুলি করছিলো। চোখের সামনে মানুষকে গুলিবিদ্ধ হয়ে মরতে দেখলাম।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন