বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রধানমন্ত্রী আরামের ঘুমকে হারাম করে দেশের জন্য কাজ করেন কোটালীপাড়ায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নার্গিস রহমান এমপি

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ৭:৫৫ পিএম

জাতীয় সংসদের সংরক্ষিত ৩২৫ মহিলা আসন ২৫ এর সংসদ সদস্য নার্গিস রহমান এমপি বলেছেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরামের ঘুমকে হারাম করে দিন-রাত চব্বিশ ঘণ্টা দেশের জন্য এবং দলের জন্য কাজ করেন। তিনি দেশের মানুষের কল্যানের জন্য ভালো কাজ করেন।আমরা তো ভাগ্যবান জননেত্রী শেখ হাসিনার লোক তাই আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে তার জন্য কাজ করতে হবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত

শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া ক্লাব সমূহের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানঁ, কোটালীপাড়া পৌর মেয়র হাজি মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক ও পিনজুরি ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খানঁ মিলন, ঢাকা গেন্ডারিয়া থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ ৪৫-৪৬ ও ৪৭ নং সংরক্ষিত ওয়ার্ড কাউস্নিলর শেখ সাথী আক্তার,ওসি তদন্ত মোঃ আশরাফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন খানঁ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজঁ বুলবুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, আমতলী ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, বান্ধাবাড়ি ইউপি চেয়ারম্যান মিজানুর হাওলাদার মানিক, রামশীল ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন, কান্দি ইউপি চেয়ারম্যান তুষার মধু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম, একাডেমিক সুপারভাইজার জসীমউদ্দিন,উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ নেতা ও শিক্ষক হাবিবুর রহমান মুকুল,কমলকুড়ি বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান, পিনজুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন বাড়ৈ,স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবলু হাজরা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্কতা মোঃ নাসিরুদ্দিন, উপ- প্রশাসনিক কর্মকর্তা রুমান শিকদার, উপজেলা চেয়ারম্যান এর গোপনীয় সহকারী সিএ আব্দুস সোবহান ফকির সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিভিন্ন ক্রীড়া ক্লাবের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২২ টি ক্রীড়া ক্লাবের মধ্যে ৫৮ টি ফুটবল ১৫ টি ভলিবল ৩ সেট ক্রিকেট ব্যাট,৮ সেট দাবা বিতরণ শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় আওয়ামীলীগ নেতাদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য নার্গিস রহমান। এর আগে তিনি কোটালীপাড়ায় পৌছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান আওয়ামিলীগ ও প্রশাসনের কর্মকর্তারা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন