তামাক কোম্পানিগুলো সুকৌশলে তরুণদের তামাকে আকৃষ্ট করার জন্য স্কুল ও কলেজের আশেপাশে দোকান গুলোতে বিভিন্ন ধরণের বিজ্ঞাপন প্রচার করছে। যার মাধ্যমে কিশোর ও তরুণরা অল্প বয়সেই ধূমপানে আসক্ত হচ্ছে এবং পরবর্তীতে অন্যান্য নেশাজাতীয় দ্রব্য ব্যবহারে জড়িয়ে পড়ছে। বিষয়টি নজরে এনে খুলনা জেলা টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে এ ধরনের বিজ্ঞাপন অপসারণের জন্য ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট জোরদার করা হয়েছে।
আজ রোববার দুপুরে নগরীর খুলনা পাবলিক কলেজ এবং নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর সামনের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হামিদা মুস্তফা। এসময় ৪ বিক্রেতাকে আইন লঙ্ঘন করে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শন করার অপরাধে এক হাজার ছয় শ’ টাকা জরিমানা করা হয় এবং সিগারেটের অবৈধ বিজ্ঞাপন অপসারণ করা হয়।
প্রসঙ্গত, সরকারের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সকল ধারনের তামাকজাত দ্রব্যের দোকান নিষিদ্ধ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন