মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সেলিম আহমেদ, সাভার : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নতুন রূপে সাজানো হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধকে। দেশের সূর্য সন্তানদের প্রতি বিন¤্র শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে জাতি অপেক্ষা করছে বিজয়ের শুভলগ্নে। বিজয়ের এই ৪৫ বছর পূর্তিতে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।
জাতির গৌরব আর অহংকারের এ-দিনটিতে সৌধ প্রাঙ্গণে ঢল নামবে লাখো জনতার। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে শহীদ স্মৃতি স্তম্ভে। গণপূর্ত বিভাগের কর্মীদের দুই সপ্তাহের অক্লান্ত পরিশ্রমে এক নতুন রূপ ধারণ করেছে ১০৮ হেক্টর জমির উপর নির্মিত জাতীয় স্মৃতিসৌধ। নানা রঙ্গের বাহারী ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। চত্বরের সিড়ি ও নানা স্থাপনায় পড়েছে রং-তুলির আঁচড়।
সাভার গর্ণপূত বিভাগ এর নির্বাহী প্রকৌশলী সতিনাথ বসাক জানান, দিনটিকে সামনে রেখে যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দিনটির প্রথম প্রহরেই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তাই তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার এর মহড়া শেষ হয়েছে। এছাড়া অন্যান্য বছরের তুলনায় এবারও প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সৌধ এলাকায় নিরাপত্তা চৌকি, পর্যবেক্ষণ টাওয়ারসহ বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ জানান, মহান বিজয় দিবস উপলক্ষে আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্মৃতিসৌধ ও এর আশপাশের এক কিলোমিটার এলাকা জুড়ে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সাদা পোশাকে পুলিশের নজরদারী বাড়ানোসহ নিরাপত্তার স্বার্থে সৌধ প্রাঙ্গনের বিভিন্ন পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ১৬ই ডিসেম্বর সকালে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রী জাতীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানোর পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন