বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত নেতার ইন্তেকাল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ১২:৩১ পিএম

মিসরীয় মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত নেতা ইব্রাহিম মুনির যুক্তরাজ্যে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। ব্রাদারহুড এক বিবৃতিতে জানিয়েছে, লন্ডনে শুক্রবার সকালে নিজের বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি নির্বাসনে বসবাস করছিলেন।

ব্রাদারহুডের উপনেতা মোহাম্মদ ইজ্জাত ২০২০ সালে কারারুদ্ধ হলে মুনির দলটির ভারপ্রাপ্ত প্রধান হন। দলের চেয়ারম্যান মোহাম্মদ বাদাইসহ হাজার হাজার নেতাকর্মী ২০১৩ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে কারাগারে আছেন।

মুনির ১৯৫০ ও ১৯৬০-এর দশকে দুবার ১০ বছর মিসরে কারারুদ্ধ ছিলেন। তিনি ৪০ বছর ধরে নির্বাসিত জীবনযাপন করছেন।

গত জুলাই মাসে এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, ব্রাদারহুড এখনো মিসরে বিপুলভাবে জনপ্রিয় হলেও এখনই ক্ষমতার জন্য নতুন করে সংগ্রাম শুরু করবে না। সূত্র : মিডলইস্ট আই

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন