শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন করায় ঢাবি নাজমুলকে ছাত্র সাময়িক বহিষ্কার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ৫:২৬ পিএম

মধ্যরাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর সঙ্গে আইন ও শৃঙ্খলা পরিপন্থী অশোভনীয় আচরণ করার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। শনিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাময়িক বহিষ্কার হওয়া ঢাবি শিক্ষার্থীর নাম মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুল। তিনি ঢাবি’র সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও সূর্যসেন হলে থাকেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর মধ্যরাতে রাজু ভাস্কর্যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে আইন ও শৃঙ্খলা পরিপন্থী অশোভনীয় আচরণ করেন জিম। এ ঘটনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন করায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিমকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ধরনের অপরাধের জন্য কেন তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না– এই মর্মে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন