শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেনের সামরিক জাহাজ ধ্বংস করেছে রাশিয়ান ড্রোন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ৭:৪৯ পিএম

একটি রাশিয়ান ল্যানসেট কামিকাজে ড্রোন ইউক্রেনের একটি সামরিক জাহাজ ধ্বংস করেছে, রাশিয়ান-রাষ্ট্রীয় মিডিয়া আউটলেট আরআইএ নভোস্তির শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে। তারা সেই ঘটনার একাধিক ফুটেজও প্রকাশ করেছে।

রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশের মধ্যে অবস্থিত ডিনিপার নদীতে এই হামলার ঘটনা ঘটে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রাপ্ত ফুটেজে দেখা যাচ্ছে যে ইউক্রেনের জাহাজটি একটি রাশিয়ান রিকনেসান্স ড্রোন দ্বারা আঘাত করেছে। ভিডিওতে আঘাতের পরপরই জাহাজ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

ল্যানসেট ড্রোন, যার একটি বড় এক্স-আকৃতির ডানা এবং একটি এক্স-আকৃতির লেজ রয়েছে, নতুন অ্যারোডাইনামিকস পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি ল্যানসেট ড্রোনের সর্বোচ্চ গতি প্রায় ১১০ কিলোমিটার এবং এটি একবারে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।

এর আগে গত মঙ্গলবার ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তরের একটি প্রতিবেদনেও সতর্ক করা হয়েছে যে, ইরান রাশিয়াকে ২০০টি যুদ্ধ ড্রোন দিতে প্রস্তুত। নতুন অস্ত্রের মধ্যে রয়েছে শাহেদ-১৩৬ এবং আরাশ-২ সুইসাইড ড্রোন এবং মোহাজের-৬ রিকনাইসেন্স ড্রোন। সূত্র: তাস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন