চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। গত রোববার দিনগত রাত ১২টায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনে একটি বেসরকারি ব্যাংকের শাখা, রেস্টুরেন্টসহ ১০টি দোকান সম্পন্ন ভুস্মীভূত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ইউএনও শেখ জোবায়ের আহমেদ, ওসি মীর্জ মোহাম্মদ হাসান ও স্থানীয় চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরেজমিনে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, গত রোববার দিনগত রাত ১২ টার দিকে ভোজন বাড়ি রেস্টুরেন্টের নিচে একটি ঝাল বিতানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকান ও তিনতলা ভবনে। এই ভবনে ভোজন বাড়ি রেস্টুরেন্টে ও বেসরকারি এবি ব্যাংক লিমিটেডের একটি শাখাও রয়েছে। এছাড়া নিচে গ্যাস সিলিন্ডারের দোকান, স্বর্ণের দোকানসহ ২০টি দোকান রয়েছে। এর মধ্যে আগুনে প্রায় ১০টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় গ্যাস সিলেন্ডারের বিস্ফোরণের আওয়াজ শুনা যায়। ভয়াভহ আগুন নিয়ন্ত্রণে প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিসের লামার বাজার, আনোয়ারা, সিইউএফএল ও বাঁশখালীর ৫টি ইউনিট কাজ করে। আগুন লাগার পর দমকলকর্মীদের প্রাণপন চেষ্ঠায় আটকেপড়া এবি ব্যাংকের নৈশ প্রহরীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আগুনে ক্ষয়ক্ষতি নিরুপণে তদন্ত চলছে বলে জানায় ক্ষতিগ্রস্থরা। ভোজন বাড়ি রেস্টুরেন্ট ও এবি ব্যাংক ছাড়াও ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হল- মো. মোজাম্মেল, নাছির উদ্দিন, আবদুল জলিল মো. দিদার, ফারুক সাওদাগর, মো. কায়সার, মো. শাহেদ ও মো. মনির। এছাড়া আশপাশের আরো ১০টি দোকান অংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, আগুনের ঘটনার পর ফায়ার সার্ভিসের ৫টি টিম তিন ঘণ্টা চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্নয়ে তদন্ত চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন