মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতকানিয়ায় গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ৯:১৮ এএম

গ্রেপ্তার এড়াতে বার বার স্থান পরিবর্তণ করেও শেষ রক্ষা হয়নি দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার পাহাড়ের পাহাড়ে কিশোরীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মো:মোক্তার আহমদের (৪৫)। প্রযুক্তির সহায়তায় উপজেলার কেরানীহাটস্থ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার(৮ই নভেম্বর)দিবাগত রাত দেড়টার সময় র্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তাও সাতকানিয়া থানা পুলিশের পরিদর্শক ( তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামি মোক্তার আহমদ উপজেলার এওচিয়ার ২নং ওয়ার্ডের চূড়ামনির সিকদার পাড়ার মৃত আব্দুস সালামের পুত্র ।

থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, গত ২৭শে অক্টোবর চূড়ামনির পাহাড়ে ১৫ বছর বয়সের কিশোরীকে আটকে রেখে ৫/৬ জন মিলে গণধর্ষনের ঘটনায় আসামীদের গ্রেপ্তারে পুলিশ বেশ কয়েক জায়গায় অভিযান চালালেও প্রধান আসামী মোক্তার বার বার তার অবস্থান পরিবর্তন করায় চার অবস্থান সঠিক ভাবে নির্ণয় করা যাচ্ছিলনা। সবিশেষ সে কেরানীহাটের আশ-পাশ এলাকায় অবস্থান করছে নিশ্চিত করে র্যাব ও পুলিশ মিলে যৌথ অভিযান চালিয়ে ৮ নভেম্বর রাত দেড়টার সময় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক হান্নান বলেন, আলোচিত গণধর্ষন মামলার প্রধান আসামীমোক্তার আহমদকে গোপন সংবাদের ভিত্তিতে সু-কৌশলে সাতকানিয়ার কেরানীহাটস্থ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত অন্য আসামীদের ও গ্রেপ্তার করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন