শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

ফিলিস্তিনি কিশোরের হামলায় ৩ ইসরাইলি নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরের ছুরিকাঘাতে ৩ ইসরাইলি নিহত হয়েছেন। পশ্চিম তীরের অবৈধ এক ইসরাইলি বসতির ভেতরে ছুরিকাঘাতে প্রাণ হারান তারা। এই ঘটনায় ওই ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে এক ইসরাইলি সেনা। এদিকে হামলাকারী ওই ফিলিস্তিনি কিশোরকে নায়ক হিসেবে আখ্যায়িত করেছে সশস্ত্র গোষ্ঠীগুলো। বুধবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মূলত ফিলিস্তিনি ভূখন্ড দখল করে অবৈধ বসতি স্থাপন বাড়িয়েই চলেছে ইসরাইলে। আর পশ্চিম তীরের তেমনই এক অবৈধ ইসরাইলি বসতিতে ফিলিস্তিনি কিশোরের ছুরিকাঘাতে প্রাণহানির এই ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে একটি ইহুদি বসতির কাছে এক ফিলিস্তিনি কিশোর তিনজন ইসরাইলিকে হত্যা করেছে। এই ঘটনার পর মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠীগুলো ওই ফিলিস্তিনি কিশোরকে নায়ক হিসাবে আখ্যা দিয়ে তার কর্মকান্ডেরর প্রশংসা করেছে। ইসরাইলে বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টর-ডানপন্থি জোটের ক্ষমতায় ফিরে আসার অংশ হিসেবে আইন প্রণেতাদের শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে হামলার এই ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বলছে, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের এরিয়েল সেটেলমেন্ট নামে একটি ইহুদি বসতির শিল্প অঞ্চলে ৩ ইসরাইলিকে হত্যার এই ঘটনা ঘটে। ইসরাইলি কর্মকর্তারা দাবি করেছেন, ছুরি হাতে থাকা এক ব্যক্তি এই হামলা চালান এবং পরে তাকে একজন সৈন্য গুলি করে হত্যা করেন। চলতি বছরের মার্চ মাসে পশ্চিম তীরে অভিযান জোরদার করার পর থেকে সর্বশেষ এই হামলা ও প্রাণহানি ছিল ইসরাইলির জন্য সবচেয়ে রক্তক্ষয়ী। মূলত গত মার্চ মাস থেকে পশ্চিম তীরে বহু সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে বন্দুকধারী এবং বেসামরিক নাগরিকও রয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়, পশ্চিম তীরের ইহুদি বসতিতে হামলার পর গুলিবিদ্ধ ব্যক্তিকে ১৮ বছর বয়সী কিশোর বলে শনাক্ত করেছে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে নিহত ওই কিশোর পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা বলেও জানিয়েছে তারা। ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, ফিলিস্তিনি ওই কিশোর পশ্চিম তীরের এরিয়েল সেটেলমেন্ট নামে ওই ইহুদি বসতির শিল্প অঞ্চলে প্রবেশ করার পরে লোকেদের ছুরিকাঘাত শুরু করেন এবং পরে গাড়িতে পালানোর চেষ্টা করার সময় কমপক্ষে একজনকে ধাক্কা দেন। ইহুদি এই বসতিতে ইসরাইলি ও ফিলিস্তিনি উভয়ই কাজ করে জানিয়ে ইসরায়েলি কর্মকর্তারা বলেন, অভিযুক্ত ওই ফিলিস্তিনি কিশোর এই শিল্পাঞ্চলে কাজ করার লাইসেন্সপ্রাপ্ত ছিলেন এবং আগে থেকে কোনও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য ছিল না। এদিকে পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, তারা অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতায় গভীরভাবে উদ্বিগ্ন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, ‘গত ৪৮ ঘণ্টায় নিহত হওয়া ইসরাইলি এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা।’

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
hassan ১৮ নভেম্বর, ২০২২, ৯:৫৪ পিএম says : 0
মুসলিমরা খালি হাতে পরা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন