শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ায় ফের ইসরাইলের বিমান হামলা, নিহত ৪ সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১:৪৭ পিএম

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এ ঘটনায় অন্তত ৪ সেনা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা শনিবার এ খবর দিয়েছে।

এটিকে ‘আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করে সানা বলেন, উপকূলবর্তী কয়েকটি সামরিক পোস্টে এই হামলা চালানো হয়। এসময় সক্রিয় হয়ে ওঠে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো বেশ কয়েকটি মিসাইল ঠেকিয়ে দিয়েছে বলে দাবি করেছে দেশটি।
জানা গেছে, ভূমধ্যসাগরের উপর থেকে এই হামলা চালানো হয়। গত অক্টোবর মাসে সিরিয়ার বিভিন্ন টার্গেটে অব্যাহতভাবে মিসাইল হামলা চালিয়ে গেছে ইসরাইল। এসব হামলার প্রধান টার্গেট ছিল দামেস্ক বিমানবন্দর। ইসরাইল বলছে, এই বিমানবন্দর দিয়ে ইরান থেকে অস্ত্র আসে সিরিয়ায়। সেই সরবরাহ ধ্বংসেই হামলা চালাচ্ছে তারা।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সিরিয়ায় ইরানের সামরিক কার্যক্রম বাধাগ্রস্থ করতে উঠে পড়ে লেগেছে। দেশটি ইরানকে তার অস্তিত্বের জন্য সবথেকে বড় হুমকি মনে করে।
এমনিতেই যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া। এরমধ্যে ইসরাইল ও ইরানের মধ্যেকার নতুন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে দেশটি। ইরান চাইছে সিরিয়ায় তার মদদপুষ্ট সশস্ত্র সংগঠনগুলোকে শক্তিশালী করতে। আর ইসরাইল বিষয়টি বুঝতে পেরে তাদের আস্তানায় হামলা চালিয়ে যাচ্ছে। সূত্র : সানা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন