আজ শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ। গোটা পৃথিবী তাকিয়ে থাকবে আরব সাগর পাড়ে, প্রথম বারের মতো বিশ্বকাপ গড়িয়েছে মধ্যপ্রাচ্যে। কাতারের আল বায়াত স্টেডিয়ামে স্বাগতিক কাতার আর ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের।
প্রতিবারের মতো এবারের বিশ্বকাপেও মাঠের খেলার পাশাপাশি নিয়মকানুনেও থাকছে কিছু নতুন চমক। মাঠের খেলা পরিচালনা থেকে শুরু করে মাঠের বাইরেও নতুন কিছু নিয়ম প্রবর্তন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে প্রযুক্তির উচ্চ ব্যবহারে মন দিয়েছে তারা।
১. বিতর্ক এড়াতে এবারের বিশ্বকাপে প্রযুক্তির সহায়তায় অফসাইড ধরা হবে। ২০১৮ বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হলেও কাতারে অফসাইডের জন্য চালু হচ্ছে সেমিঅটোমেটেড অফসাইড প্রযুক্তি। প্রতিটি স্টেডিয়ামের ছাদের নিচের অংশে ১২টি ট্র্যাকিং ক্যামেরা স্থাপন করা হয়েছে। যার সাহায্যে কোনো অফসাইড হলে ম্যাচ অফিশিয়ালদের কাছে অফসাইড সংকেত চলে যাবে।
২. করোনা চলাকালীন ম্যাচে পাঁচটি পরিবর্তন করার নিয়ম শুরু হয়। করোনার প্রকোপ কমে যাওয়ায়, আবারো নিয়ম পাল্টেছে। এবারের বিশ্বকাপে পাঁচজন ফুটবলার পরিবর্তন করা গেলেও সেটি করতে হবে তিন বারের মধ্যে। বিরতির সময় বাদ দিয়ে তিন বারের মধ্যে পাঁচজন ফুটবলার পরিবর্তন করা যাবে।
৩. ম্যাচ চলাকালীন দলের বেঞ্চে ২৬ জনের বেশি বসতে পারবেন না। নির্দিষ্ট একাদশ বাদে যার মাঝে ১৫ জন বদলি ফুটবলার এবং ১১ কর্মকর্তা স্থান পাবে। কর্মকর্তাদের মাঝে একজন অবশ্যই দলের চিকিৎসক হতে হবে।
৪. কাতারেই প্রথমবার পুরুষ ফুটবল বিশ্বকাপে নারী রেফারিদের দেখা যাবে। এর আগে নারীদের ফুটবলে পুরুষ রেফারি দেখা গেলেও, এবারই প্রথম পুরুষ ফিফা বিশ্বকাপে নারী রেফারিদের দেখা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন