শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

চীন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর মুখোমুখি বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ৫:৫০ পিএম

কম্বোডিয়ায় নবম আসিয়ান প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বর্ধিত সভায় অংশগ্রহণকারী চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেং হ্যে ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আজ (মঙ্গলবার) এক বৈঠকে মিলিত হন।

বৈঠকের শুরুতে ওয়েই ফেং হ্যে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেসের প্রাসঙ্গিক পরিস্থিতি তুলে ধরেন।

তিনি বলেন, চীন-মার্কিন সম্পর্কের বর্তমান পরিস্থিতির দায় যুক্তরাষ্ট্রের, চীনের নয়। চীন দু’দেশের সামরিক সম্পর্ককে গুরুত্ব দেয়। যুক্তরাষ্ট্রকে চীনের কেন্দ্রীয় স্বার্থকে সম্মান করতে হবে। যুক্তরাষ্ট্রকে নিজের প্রতিশ্রুতির বাস্তবায়ন, দু’দেশের নেতাদের মতৈক্য বাস্তবায়ন, এবং যৌক্তিক ও বাস্তবসম্মত চীন নীতি গ্রহণ করে সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের দিকে ফিরে আসতে হবে।

চীন-মার্কিন সম্পর্কের উন্নতি কামনা করে ওয়েই ফেং হ্যে বলেন, তাইওয়ান হলো চীনের তাইওয়ান। তাইওয়ানের বিষয়টি চীনের অভ্যন্তরীণ ব্যাপার। কোন বিদেশী শক্তিকেই এতে হস্তক্ষেপ করতে হবে না। চীনা বাহিনীর মেরুদণ্ড, আত্মবিশ্বাস, এবং দৃঢ়তার সঙ্গে মাতৃভূমির ঐক্য রক্ষার সক্ষমতা রয়েছে।

বৈঠকে দু’দেশ যোগাযোগ বজায় রাখা, বিবাদ নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার চেষ্টা করার ব্যাপারে একমত হয়। আন্তর্জাতিক ও আঞ্চলিক অবস্থা, ইউক্রেন সংঘর্ষ, দক্ষিণ চীন সাগর ও কোরীয় উপদ্বীপের ইস্যু নিয়েও মত বিনিময় করেন দুই প্রতিরক্ষামন্ত্রী। সূত্র: সিনহুয়া।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন