বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাতারে বিশ্বকাপের দ্বিতীয় দিনে মেক্সিকান যুবকের ইসলাম গ্রহণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

কাতারে বিশ্বকাপ শুরুর দ্বিতীয় দিনেই ইসলাম গ্রহণ করলেন এক মেক্সিকান যুবক। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, রাজধানী দোহার ‘কাতারা’ কালচারাল ভিলেজে কালিমা পড়ে আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন ওই মেক্সিকান যুবক। যুবকটিকে কালিমায়ে শাহাদাত পাঠ করান স্থানীয় ইসলামিক দাঈ (ইসলাম প্রচারক) শায়খ হাইয়ান আল-ইয়াফাঈ। যুবকের ইসলাম গ্রহণের বর্ণনা দিয়ে শায়খ আল-ইয়াফাঈ ফেসবুকে একটি পোস্ট করেছেন।

ওই পোস্টে তিনি বলেছেন, ‘যুবকটি মুসলিম সংস্কৃতি সম্পর্কে জানতে মসজিদে আসেন। তখন তাকে ঈমানের মৌলিক বিষয়গুলো ব্যাখ্য করে বোঝানো হয় এবং একইসাথে তাকে বলা হয় যে, ইসলাম সকল নবী-রাসূলদের ধর্ম। আর প্রত্যেক নবী-রাসূলের ম্যাসেজ ও বার্তা একটিই। তা হলো- আল্লাহ তা‘আলা তাদেরকে পাঠিয়েছেন মানুষকে একত্ববাদের প্রতি আহŸান করার জন্য। হযরত মুসা, ঈসা, মোহাম্মদ সা. ও পূর্বেকার সকল নবী-রাসূল এক আল্লাহর ইবাদত করতেন, যার কোনো শরীক নেই।’

তিনি পোস্টে আরো লেখেন, ‘এরপর যুবকটি নবীদের ধর্মের ওপর আসার এবং ইসলামে দীক্ষিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তখন তাকে একাধিকবার জিজ্ঞাসা করা হয়- তোমাকে কি কেউ ইসলাম গ্রহণে বাধ্য করেছে? তিনি জানান, তাকে কেউ বাধ্য করেনি।’ শায়খ হাইয়ান আল-ইয়াফাঈ বলেন, আলহামদুলিল্লাহ। পরে তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। আল্লাহ তার বক্ষকে উন্মোচন করে দিন এবং তার হৃদয়কে আলোকিত করে দিন। আমরা আল্লাহর কাছে ইসলামের ওপর তার এবং আমাদের অবিচলতা কামনা করছি।’ সূত্র : আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Mahmudul Haque Sumon ২৪ নভেম্বর, ২০২২, ৮:২৫ এএম says : 1
আলহামদুলিল্লাহ
Total Reply(0)
Salim Ahmed ২৪ নভেম্বর, ২০২২, ৮:২৫ এএম says : 1
Alhamdulillah summa Alhamdulillah
Total Reply(0)
Munirul Khan ২৪ নভেম্বর, ২০২২, ৮:২৪ এএম says : 0
আগে জানতাম না যে ব্রাজিল -আর্জেন্টিনাও ইউরোপীয় দেশ গুলির মতো সমকামীতাকে রাষ্ট্রীয় ভাবে অনুমোদন করেছে। জানার পর হতে প্রিয় দল থেকে সব আবেগ উধাও হয়ে গেছে।
Total Reply(0)
মোঃ আমীনুর রশীদ ২৪ নভেম্বর, ২০২২, ২:৫৪ এএম says : 1
হযরত মোহাম্মদ ( সা ) মক্কার বাজারে কাফেরদের মেলার আসরে অলিগলিতে যেখানেই জমায়েত পেতেন তখনই ওদের কিছু সময় নিয়ে ইসলামের বানী তাদের কর্ণকুহরে পৌঁছে দিতেন । এই খেলার সুযোগে কাতার সরকার ইসলামের প্রচারের যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় ।
Total Reply(0)
মোঃ আমীনুর রশীদ ২৪ নভেম্বর, ২০২২, ২:৫৪ এএম says : 1
হযরত মোহাম্মদ ( সা ) মক্কার বাজারে কাফেরদের মেলার আসরে অলিগলিতে যেখানেই জমায়েত পেতেন তখনই ওদের কিছু সময় নিয়ে ইসলামের বানী তাদের কর্ণকুহরে পৌঁছে দিতেন । এই খেলার সুযোগে কাতার সরকার ইসলামের প্রচারের যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন