বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ার কাছে হামলা চালানোর জন্য পর্যাপ্ত অস্ত্র রয়েছে: মেদভেদেভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ১২:০৪ পিএম

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বুধবার বলেছেন যে, ‘শত্রুদের’ প্রত্যাশার বিপরীতে রাশিয়ার কাছে হামলা চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত অস্ত্র রয়েছে।

বুধবার টেলিগ্রামে তিনি বলেন, ‘শত্রুরা আমাদের অস্ত্র এবং আমাদের মজুদগুলি সাবধানতার সাথে গণনা করতে থাকে। আমাদের সম্পদের ক্ষয় হওয়ার আশা করার চেয়ে তাদের এটি আরও ভাল জানা উচিত। আমাদের চালিয়ে যেতে হবে। প্রত্যেকের জন্য যথেষ্ট অস্ত্র আছে!’

মেদভেদেভ বলেছেন যে, তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানিতে ভ্রমণ করেছেন যেখানে তিনি ‘রাশিয়ান সশস্ত্র বাহিনীতে উচ্চ-নির্ভুল অস্ত্র সরবরাহের একটি বড় যোগান’ নিয়ে আলোচনা করেছেন। ওই কর্মকর্তা কর্মশালার ভেতরে ফিল্ম করা একটি ভিডিও পোস্ট করেছেন যাতে বোমা এবং টর্পেডো দেখা যায়।

কোম্পানিটি, যেটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, রাশিয়ার টর্পেডো এবং বোমাগুলির বৃহত্তম বিকাশকারীদের মধ্যে একটি। সূত্র: তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
পেয়ার আহমমদ ২৪ নভেম্বর, ২০২২, ৭:৪৬ পিএম says : 0
পৃথিবীর অধিকাংশ দেশ গুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা তথা এমবারগোকে হাতিয়ার হিসাবে ব্যাবহার করিয়া যারা এই পৃথিবীটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়া গেছে তাদের তথা অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে যারা আত্মত্যাগ করেছে এবং করতেছে তাদেরকে শুধু ধন্যবাদ জানানো মোটেই যথেষ্ট হবে আললাহ পাক আমাকে সমর্থ দিলে আমি তাদের সাথে লড়াইয়ে শরিক হইতাম।
Total Reply(0)
পেয়ার আহমমদ ২৪ নভেম্বর, ২০২২, ৭:৪৬ পিএম says : 0
পৃথিবীর অধিকাংশ দেশ গুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা তথা এমবারগোকে হাতিয়ার হিসাবে ব্যাবহার করিয়া যারা এই পৃথিবীটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়া গেছে তাদের তথা অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে যারা আত্মত্যাগ করেছে এবং করতেছে তাদেরকে শুধু ধন্যবাদ জানানো মোটেই যথেষ্ট হবে আললাহ পাক আমাকে সমর্থ দিলে আমি তাদের সাথে লড়াইয়ে শরিক হইতাম।
Total Reply(0)
Ononta ২৪ নভেম্বর, ২০২২, ৫:৫৫ পিএম says : 0
এত অস্ত্র থেকে লাভ কি
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন