শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রযুক্তির দিক দিয়ে বিমান বাহিনী অনেক শক্তিশালী এবং চৌকস : যশোরে প্রধানমন্ত্রী

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ১:১২ পিএম

দেশের প্রতিটি বাহিনীকে প্রযুক্তিজ্ঞান সম্পন্ন করাই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোরে বিএএফ একাডেমিতে বাংলাদেশ বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধবিধস্ত দেশকে পুনর্বাসন করে অর্থনৈতিক মুক্তির দিকে নিয়ে যাচ্ছিলেন, এমন সময় বুলেটের আঘাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। একটা যুদ্ধবিধস্ত দেশ, আমাদের কিছুই ছিলো না। তারপরও বন্ধুপ্রতিম দেশের সহযোগিতা নিয়ে বিমান বাহিনীকে গড়ে তোলেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর গৌরবোজ্জল ভূমিকা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, প্রযুক্তির দিক দিয়ে আমাদের বিমান বাহিনী আগের চেয়ে অনেক শক্তিশালী এবং চৌকস হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটিতে বার্ষিক এ কুচকাওয়াজ শুরু হয়। প্রধানমন্ত্রী একদিনের সফরে যশোরে অবস্থান করছেন।
পরে দুপুর ২টায় যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা
জেলা আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, আজকের জনসভায় ৮ লাখ মানুষের সমাবেশ ঘটবে বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছে বিশাল কর্মযজ্ঞ। যশোর শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। পথে পথে তোরণ, ব্যানার, পোস্টার দেয়া হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন