মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় পাথর বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বন্দরের বহিনোঙ্গরে অবস্থানরত একটি বানিজ্যিক জাহাজ থেকে বুধবার মধ্যরাতে ৬০০ মেট্রিক টন পাথর বোঝাই করে খুলনার উদ্যেশে ছেড়ে আসে এমভি মাস্টার দিদার নামক লাইটারটি। কিছু দুর এলে অন্য একটি লাইটারের সাথে ধাক্কা লেগে তলা ফেটে যায় এমভি মাস্টার দিদারের। মুহুত্বে লাইটারটি ডুবে যায়।
তবে ডুবে যাওয়ার আগে পাশে থাকা অন্য একটি লাইটারে ডুবে যাওয়ো লাইটারের ৯ কর্মচারী লাফিয়ে পড়ে জীবন রক্ষা করে।
মোংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন শাহীন মজিদ জানিয়েছেন, লাইটার ডুবির ঘটনায় বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ডুবে যাওয়া লাইটারের পন্য পরিবহনের সার্ভে সনদের মেয়াদ উত্তির্ণ ছিলো বলে তিনি দাবি করেন। বিষয়টি তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।##
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন