শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে প্রাইভেটকার সেন্টার থেকে বহুতল ভবনে আগুন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২২, ৫:৫৬ পিএম

রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ৪টার সময় কুমারপাড়া এলাকায় কার-কেয়ার সেন্টারে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ওয়ার্কশপটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে পাশের ১২ তলা নূরে হায়াত গার্ডেন ভবনের দুই তলা পর্যন্ত আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। আগুনের ভয়াবহতা বেশি দেখতে পেয়ে আরো কয়েকটি ইউনিটকে ঘটনাস্থলে ডাকে। পরে মোট ১২ টি ইউনিট একসাথে কাজ করে দুই ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওয়ার্কশপের পাশে ১২ তলা ভবন নূরে হায়াত গার্ডেনের দুই তলায় গ্র্যান্ড তোফা নামে একটি কমিউনিটি সেন্টারে আগুন ছড়েয়ে পড়ে। কমিউনিটি সেন্টারে মানুষ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান, ভোর ৪টায় কার কেয়ার সেন্টার নামে ঐ গাড়ির ওয়ার্কশপে আগুনের সূত্রপাত হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। তাদের সহযোগিতায় ভবনের সকলকে নিরাপদে নিচে নামানো হয়। এ সময় ওয়ার্কশপে থাকা দুইটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশের রাস্তায় পড়ে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানার, কার সার্ভিসিং সেন্টারে আগুনে লেগে ৫ টি কার পুড়ে গিয়েছে। পরে সেখান থেকে পাশের ১০ তলা আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভবনটির ২ তলায় থাকা একটি কমিউনিটি সেন্টার বেশকিছু মালামাল পুড়ে গেছে। এছাড়া আবাসিক ফ্ল্যাট গুলোতে তেমন কোন ক্ষতি হয়নি। এ ঘটনায় একজন আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি আরও বলে মোট ১২ টি ইউনিট ২ ঘন্টা একযোগে কাজ করে আগুন নিভাতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমরা দ্রুত আসায় আগুন তিন তলা পর্যন্ত যায়নি। দুইতালায় কমিউনিটি সেন্টার থাকায় সেখানে মানুষ ছিলো না। তিনি বলেন, ১২তলা ভবনে ৫০ টি পরিবারের দুই শতাধিক মানুষ বসবাস করে। সকলকে নিচে নামাতে সক্ষম হলেও তিন শিশু তিনজন বৃদ্ধসহ মোট ১০ জন ভবনের ছাদে গিয়ে আশ্রয় নেয়। পরে তাদেরকে উদ্ধার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন