প্রশ্নের বিবরণ : আমরা ৪ ভাই। সম্পত্তি বলতে পিতার নামে দলিলকৃত শুধুমাত্র একটি বাড়ি। পিতা মারা যাওয়ার পর সি. এস. পর্চা সূত্রে ভূমিদস্যুরা এ বাড়ি নিয়ে একটি মিথ্যা দেওয়ানী মামলা করে। মামলায় আমাদের ছোট ৩ ভাইকে বিবাদী করে। মামলার শুরুতেই আমাদের উকিল বড় ভাইকে পক্ষভুক্ত হতে বলেছিল। আরও বলেছিল, পক্ষভুক্ত না হলে মামলায় জিতলেও বাড়ির অংশ পাবে না। সবকিছু জেনেও বড় ভাই মামলার বিষয় সম্পূর্ন এড়িয়ে যায়। ভাবখানা এমন যে, মামলায় জিতলে পুরা ভাগই পাব, হারলে কেউ কিছু পাব না/জেল-জরিমানায় ৩ ভাই ভুগুক-আমাকে পাবে না। আমরা মামলায় জিতি। এখন পিতা-মাতা কেউই বেঁচে নেই। কিভাবে অংশ/ভাগ হবে?
উত্তর : যত যায়ই হোক, পিতার সব সন্তানই সমান ভাগ পাবে। কারণ, এটি মামলা জেতার পুরস্কার নয়। পিতার সম্পত্তি। নিজেদের মধ্যে কোনো খরচপাতির ব্যবধান থেকে থাকলে তা সমাধান করতে হবে। কিন্তু বাড়ী সবারই।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন