শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পোশাক না পরলেও নারীদের ভালো লাগে: রামদেব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ১০:৫১ এএম

ফের বিতর্কে ভারতের আলোচিত যোগগুরু রামদেব। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি নারীদের উদ্দেশ্যে মন্তব্য করেন যে, পোশাক না পরলেও নারীদের ভালো লাগে। এ নিয়ে ফের একবার সমালোচনার মুখে পড়েছেন পতঞ্জলি প্রধান।

টুইটারে ভিডিও শেয়ার করে দিল্লি কমিশন ফর ওমেনের চিফ স্বাতী মালিওয়াল রামদেবকে ক্ষমা চাইতে বলেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

তিনি লিখেছেন, মহারাষ্ট্রের উপ-মুখ্য়মন্ত্রীর স্ত্রীর সামনে রামদেবের এই উক্তি অশোভন ও নিন্দাজনক। সমস্ত মহিলারাই এতে আঘাত পাবেন। রামদেবের এনিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।

এদিকে রামদেবের মন্তব্য নিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর স্ত্রী আমরুতা ফরনবীশ এনিয়ে প্রতিবাদ করেননি।
তিনি বলেন, শিবাজি নিয়ে রাজ্যপাল যখন মন্তব্য করছেন তখন সরকার নীরব থাকছে। এখন বিজেপির প্রচারক রামদেব নারীদের অপমান করছেন তখনও চুপ। সরকার কি তার জিহ্বাকে দিল্লির কাছে বন্ধক রেখেছে?

ওই ইভেন্টে উপস্থিত হয়ে যোগগুরু বলেন, 'আপনাদের শাড়িতে ভালো লাগে, আপনাদের সালোয়ারে ভালো লাগে যেমন অমরুতা জির মতো। আবার আমার মতো যখন আপনারা কিছু পরেন না তখনও ভালো লাগে।'

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Kazi Zahirul Islam ২৭ নভেম্বর, ২০২২, ২:১৬ পিএম says : 0
উনাদের মত গোমূত্র খোরদের কাছ থেকে এর চেয়ে ভালো মন্তব্য আশা করা যায় না।
Total Reply(0)
unknown ২৯ নভেম্বর, ২০২২, ১:০৭ এএম says : 0
কাউকে আঘাত করে কথা না বলায় ভালো, পরে সে আপনাকে ও অসম্মান দিয়ে কথা বলবে। @kazi
Total Reply(0)
মহিদুল ২৮ নভেম্বর, ২০২২, ১০:৩৭ পিএম says : 0
এরা আসলে পশুর চাইতেও নিকৃষ্ট,এরা মানুষ নামের অমানুষ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন