শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হিজাব পরে কারাতেতে ‘ব্ল্যাক বেল্ট’জয়ী ভারতীয় তরুণী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ১২:৪৩ পিএম

ভারতের মুম্বাইয়ে অবস্থিত লালা লাজপাত রায় কলেজের হিজাবি ছাত্রী শেফা শেখ। তিনি সম্প্রতি কারাতের একটি কোর্স থেকে ‘ব্ল্যাক বেল্ট’ অর্জন করেছেন। হিজাব পরে তিনি কিভাবে এই অনন্য সম্মান অর্জন করলেন- সেই প্রশ্ন অনেকের। তবে শেফা শেখ জানালেন, হিজাব পরিধানকে তিনি কোনো সমস্যা মনে করেন না এবং তার পড়াশোনা ও সেলফ ডিফেন্স কোর্সের মধ্যে তা কোনো বাধাও সৃষ্টি করেনি।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইটিভির উর্দু ভার্সনে তাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়। প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের ক্রফোর্ড মার্কেট এলাকায় থাকেন শেফা শেখ এবং লালা লাজপাত রায় কলেজে পড়াশোনার পাশাপাশি সেলফ ডিফেন্স কোর্সেও দারুণ দক্ষতা দেখালেন তিনি।

শেফার ‘ব্ল্যাক বেল্ট’ অর্জনে বেজায় খুশি ‘ইসলাম জিমখানা’র প্রধান ইউসুফ ইবরাহিমি। তার প্রশিক্ষক সরদার শেখ বলেন, এর আগেও একটি প্রতিযোগিতায় শেফা গোল্ড মেডেল জিতেছে। এরপর থেকে তার মনোবল বেড়ে যায় এবং আজ সে ‘ব্ল্যাক বেল্ট’ অর্জন করল।

তিনি আরো বলেন, এটি একটি সভ্য ও পর্দানশীন পরিবারের জন্য গর্বের বিষয়- কারণ আজকাল মানুষ হিজাবকে প্রতিবন্ধক মনে করে, অথচ হিজাব পরেই শেফা এই কীর্ত গড়েছে। যারা হিজাব নিয়ে নেতিবাচক মন্তব্য করে, তারা আসলে তা না বুঝেই করে। সূত্র : ইটিভি ভারত

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন