বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নৌযান শ্রমিকদের অবিরাম ধর্মঘটে অচল দক্ষিণাঞ্চলের নৌপথ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ৬:৫০ পিএম

একাধিক দাবীতে নৌযান শ্রমিকদের অবিরাম ধর্মঘটে অচল দক্ষিণাঞ্চলের নৌপথ। নদ-নদী নির্ভর দক্ষিণাঞ্চলের প্রায় ৩০টি নৌপথে নৌযান ধর্মঘটে স্বাভাবিক জনজীবনে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে। শুধু বরিশাল নৌ বন্দর থেকেই প্রায় ১৫টি নৌপথে ধর্মঘটে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আর্থ-সামাজিক ব্যবস্থাও অচলাবস্থার সম্মুখীন। দেশের দ্বিতীয় বৃহত্তম কর্মব্যস্ত বরিশাল নদী বন্দর সহ মূল টার্মিনালে রোববার দিনভরই ছিল শুনশান নীরবতা।

এমনকি অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুট ছাড়াও এখনো সমগ্র দক্ষিণাঞ্চল থেকে রাজধানী মুখি সিংহভাগ যাত্রী নৌপথেই চলাচল করলেও রোববার সকালে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের আরো ২টি নৌ বন্দর সহ ৫০টিরও বেশী লঞ্চঘাটে বেসরকারী নৌযানগুলো যাত্রী নামিয়ে ধর্মঘটে সামিল হয়েছে। ফলে ঢাকা ছাড়াও চাঁদপুর হয়ে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের যাত্রীদের দুর্ভোগের সীমা নেই।

ধর্মঘটে নৌযান শ্রমিকরা গত দুদিন ধরে বরিশাল নৌ বন্দর সহ মহানগরীতে বিক্ষোভ মিছিলও করছে তাদের দাবীর সমর্থনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন